স্বপ্ন কতটা ভয়ংকর হতে পারে

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল :
2023-04-28 16:16:07
স্বপ্ন কতটা ভয়ংকর হতে পারে

রোগী দেখছেন লেখক ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল

এমন অনুভূতি যেন কারো না হয়, ঈশ্বর সবাইকে ভালো রাখুন......
পরীক্ষা-নিরীক্ষার পর আমার প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, এটা আবার হাড়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটি শোনার পর মারাত্নকভাবে ভেঙে পড়ি। বিশ্বাসই হচ্ছিল না। কাকে বলবো, কি করবো কিছুই বুঝে পাচ্ছিলাম না। দুলাভাইকে ফোন দেই, বিস্তারিত বলি।

বাসায় কাউকে জানানো হয় নাই। মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা। প্রথমেই চিন্তা আসলো-

-কোথায় চিকিৎসা করবো?

-কিভাবে চিকিৎসা হবে-অপারেশন বা কেমোথেরাপি না রেডিওথেরাপি?

-এই চিকিৎসার ব্যয় বহন করতে পারবো কি?

-চিকিৎসা করে সব শেষ করে মারা গেলে আমার বউ, বাচ্চা কিভাবে বেঁচে থাকবে?

-আমি আর কতদিন বাঁচবো?

এসব চিন্তা করে করে একনাগাড়ে কাঁদছি।অনেক বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সান্ত্বনা দিচ্ছেন, এটা এত খারাপ রোগ নয়, ভালোভাবে চিকিৎসা করো ইত্যাদি।

নিজেকে কিছুটা সামলে নিয়ে ভাবলাম, আমার হাতে খুব বেশি সময় নেই, বড়জোর ৩ থেকে ৫ বছর। এই সময় আমার কি কি করা উচিত তার একটা লিস্ট করছি।

কিন্তু কত কি মনে হচ্ছে-

- এই পৃথিবীতে এতদিন থেকে কি কি ভালো কাজ করলাম

-কি কি রেখে গেলাম, যার জন্য মানুষ আমাকে মনে রাখবে

-কোন কাজগুলো করা উচিত ইত্যাদি।

কিন্তু ভাবছি এগুলো করার মত শরীর ফিট থাকবে তো??? মারা যাবার আগে সবার কাছে মাফ  চাইতে পারবো তো....

হঠাৎ ঘুম ভেঙ্গে গেল, স্বপ্ন দেখছিলাম, মাথা থেকে পাহাড় নেমে গেল। স্বপ্ন কতটা ভয়ংকর হতে পারে সেটা বুঝলাম। আরো অনেক কিছু সম্পর্কে ধারণা হলো

১) একজন মানুষের ক্যানসার রোগ নির্ণয় হবার পর উনার মনের অবস্থা কি রকম হয়?

২) একজন মানুষ যখন বুঝতে পারে সে অল্প কিছু দিন বাঁচবে তখন সে কি কি নিয়ে চিন্তা করে।

যাহোক, পৃথিবীর সবাই ভাল থাকুন, বেঁচে থাকতেই মরে যাবার মত অনুভূতি হয় যে মরণব্যাধিগুলোতে- সেগুলো যেন কাউকে স্পর্শ না করে। সেগুলো সকলে মেনে চলুন; নিয়মিত চেক আপ করুন। ধূমপান ও তামাক ব্যবহার করা থেকে বিরত থাকুন।

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।


আরও দেখুন: