ভয়-ভীতিহীন মেডিকেল শিক্ষা ব্যবস্থা দরকার

ডা. হোসাইন আল আমিন :
2023-01-04 17:49:23
ভয়-ভীতিহীন মেডিকেল শিক্ষা ব্যবস্থা দরকার

ডা. হোসাইন আল আমিন

দেশসেরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যখন ক্লিয়ারেন্সের অভাবে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, তখন দায় পুরো সিস্টেমের। আমাদের চিকিৎসক সমাজের একটি পুরনো ধারণা আছে, আমরা করে আসছি, তাই তোমাদেরও করতে হবে।

সকাল ৭ টায় যে লেকচার ক্লাসটা হয়, আচ্ছা ঠিক কতজন এই ক্লাসটা করে এবং বোঝার চেষ্টা করে এই গবেষণায় কেউ কখনই যায় না। সারাদিন ক্লাস, পরীক্ষা রাতে আবার ওয়ার্ড, পরীক্ষা। মানুষ সুস্থ করার লক্ষ্য নিয়ে পণ করা শিক্ষার্থীদের সুস্থতা দেখে কতজন? ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ হলে টিভি রুম ভরে যায়, সবার মাঝে ক্রেজ সৃষ্টি হয়, কারণ সবাই আনন্দ পায়, ভালো লাগে।

ভয়, সংশয় নিয়ে মেডিকেল সায়েন্সে থাকা শিক্ষার্থীরা ধীরে ধীরে মেরুদণ্ডহীন হয়ে যায়।

এম.বি.বি.এস পাশের পর নিজের যোগ্যতা অনুযায়ী বেতন পায় না, পোস্ট গ্রাজুয়শনে চান্স পেলে সেটাকে চালিয়ে নেওয়ার মত মিনিমাম মাসিক বেতন পকেটে জোটে না। এ এক দুষ্ট চক্র। এই চক্রকে ভাঙা দরকার। ভয়-ভীতিহীন শিক্ষা ব্যবস্থার সূচনা দরকার।

আর বিড়ালের গলায় এই ঘন্টা আমি বাধঁতে চাই। শুধু প্রয়োজন সবার একটু পাশে থাকা।


আরও দেখুন: