শীতে শিশুর যত্ন : ঠান্ডা লাগলেই ডাক্তার নয়
ডা. শওকত আরা বেগম, শিশুরোগ বিশেষজ্ঞ, সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ
শীতকালে সাধারণ জ্বর-ঠান্ডা লাগলেই শিশুকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. শওকত আরা বেগম।
শীতের শুরুতে শিশুর ঠান্ডা, সর্দিজ্বর নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি বাংলাদেশি বাবা-মায়েদের নিয়মিত চিত্র।
শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শওকত আরা বেগম বলেন, ‘শীতকাল আসলে আমাদের দেশের বাবা-মায়েরা একটু অস্থির হয়ে যান- কিভাবে বাচ্চার যত্ন নেবেন। শীত আসলেই দেখা যায়, বাচ্চারা জ্বর, সর্দি-কাশিতে ভোগে। তবে এ ধরনের সমস্যায় ডাক্তারের কাছে না এসে বাসাতে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায়। এক্ষেত্রে শিশুকে ঠান্ডা পানির পরিবর্তে কুসুম গরম পানি খাওয়াতে হবে। তার নাক সবসময় পরিস্কার রাখতে হবে। এছাড়া বাচ্চার বয়স যদি ৬-৭ মাস হয় তাহলে খেতে না চাইলে জোর জবরদস্তি না করে শুধু বুকের দুধ খাওয়াতে হবে।
শিশুর জন্য বুকের দুধও এক ধরনের ঔষধ উল্লেখ করে তিনি বলেন, "আমরা ডাক্তারের কাছে তখন-ই যাবো যখন দেখবো বাচ্চা শ্বাস নিতে পারছে না, রাতে ঘুমাতে পারেনি বা মায়ের বুকের দুধ টেনে খেতে পারছে না।"