দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়

ডা. আবু ফয়সাল মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী ::
2022-12-20 13:07:07
দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়

ডা. আবু ফয়সাল মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী

দুশ্চিন্তা করেন না এমন মানুষ নেই। মাথা থাকলে চিন্তা থাকবে আর চিন্তা থাকলে দুশ্চিন্তাও থাকবে। দুশ্চিন্তা একেবারে দূর করা হয়তো সম্ভব নয় কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়ন্ত্রণে থাকলে আপনি খুব সহজেই দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন,,

ডেল কার্নেগির ‘হাও টু স্টপ ওরিইং অ্যান্ড স্টার্ট লিভিং (How to stop worrying and start living)। সব উপায়ই আছে ডেল কার্নেগির এই বইটিতে ,,

চলুন, দেখা যাক কি আছে -

দুশ্চিন্তা সম্পর্কে যেসব মৌলিক বিষয় আপনার জানা উচিত—

১. রৌদ্রোজ্জ্বল ঘরে বসবাস করুন ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিজেকে শেষ করে না দিয়ে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আজকের দিনের জন্য বাঁচুন।

২. সমস্যা মোকাবিলা করতে উইলস এইচ ক্যারিয়ারের সূত্র মেনে চলুন।

সূত্রটি হলো–

চিন্তা করুন আপনি সমস্যাটি সমাধান করতে না পারলে আপনার সর্বোচ্চ কী কী ক্ষতি/সমস্যা হতে পারে

▪️ সবচেয়ে খারাপ ক্ষতি/সমস্যাটি মেনে নিতে মনে মনে প্রস্তুতি নিন।

▪️তখন শান্তভাবে সবচেয়ে খারাপ ক্ষতি/সমস্যাটি থেকে ভালো করার চেষ্টা করুন।

৩. দুশ্চিন্তা যে আপনার শারীরিক কত বড় ক্ষতি করতে পারে সে বিষয়ে নিজেকে মনে করিয়ে দিন।

দুশ্চিন্তা বিশ্লেষণ করার উপায়—

১. সব তথ্য সংগ্রহ করুন।

২. তথ্যগুলো থেকে একটা সিদ্ধান্তে আসুন।

৩. নিজেকে উদ্বেগমুক্ত রেখে ফলাফলের কথা চিন্তা না করে সিদ্ধান্ত মোতাবেক কাজ করুন।

৪. যখনই মনে হবে আপনি দুশ্চিন্তা করছেন, নিচের এসব প্রশ্নের উত্তর বের করে

লিখুন—

ক. সমস্যাটি কী?

খ. সমস্যাটির কারণ কী কী?

গ. সম্ভবত কী কী উপায়ে সমস্যাটি সমাধান করা যেতে পারে?

ঘ. সমস্যাটি সমাধান করার সবচেয়ে ভালো উপায় কোনটি?

দুশ্চিন্তা আপনাকে ভেঙে ফেলার আগে আপনি যেভাবে দুশ্চিন্তার অভ্যাসকে ভেঙে ফেলবেন-

১. ব্যস্ত থাকুন।

২. খুঁটিনাটি বিষয় নিয়ে হইচই করবেন না।

৩. যে বিষয়টি হতে পারে ভেবে দুশ্চিন্তা করছেন, সেটি গড়ে কেমন হারে হয়?

৪. যেটি নিশ্চিতই হবে, সে সমস্যাটির সঙ্গে সহযোগিতা করে কাজ করুন।

৬. অতীতকে নিয়ে দুশ্চিন্তা করবেন না।

মানসিক সুখ-শান্তি আনার কিছু পদ্ধতি—

* শান্তি, উৎসাহ, সুস্বাস্থ্য আর আশা দিয়ে মনকে ভরপুর করুন।
* যেসব মানুষকে আপনি পছন্দ করেন না, তাদের নিয়ে চিন্তা করে আপনার এক মিনিট সময়ও নষ্ট করবেন না।
* মানুষের অকৃতজ্ঞতাকে মেনে নিন।
* সমস্যাগুলো নয়, আপনার প্রাপ্তিগুলো গণনা করুন।
* নিজের মতো হোন। মনে রাখবেন, এই পৃথিবীতে আর কেউ আপনার মতো নন।
* ক্ষতির মধ্যেও লাভ বের করুন। আপনার ভাগ্যে একটি লেবু থাকলে লেবুর সরবত বানান।
* অন্যের সুখ-শান্তি তৈরি করুন।
দুশ্চিন্তা জয়ের নির্ভুল পদ্ধতি—
▪️ প্রার্থনা করুন।
▪️ বর্তমান নিয়ে বাঁচুন।


আরও দেখুন: