সন্তানের আকাংখা

ডা. তাসলিমা বেগম :
2022-12-05 10:13:43
সন্তানের আকাংখা

ইনফার্টিলিটি চিকিৎসার পজেটিভ রেজাল্ট পেতে ধৈর্য্য ধরে চিকিৎসা করতে হবে

নিঃসন্তান মা বোনদের নিয়ে আমার কাজ। আমার ধ্যান জ্ঞান চিন্তা সব সময় একটা বিষয় ‌নিয়েই নিবিষ্ট যে, কিভাবে একটি নিসন্তান দম্পতির মুখে হাসি ফোটাতে পারি। আমি চেষ্টা করি, দেয়ার মালিক আল্লাহ।

তবে আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি, ইনফার্টিলিটি চিকিৎসার একটা পজেটিভ রেজাল্ট পেতে হলে ধৈর্য্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে। হতাশ হলে সফলতা আসবে না। কারন আপনার ডাক্তার আপনাকে যেভাবে গাইড করবেন, খুব ভালো ভাবে চিকিৎসা বুঝে নিয়ে তা ফলো করলে বেশ দ্রুত ভালো ফল পাওয়া যায়। ধৈর্য্য ও ডাক্তারের প্রতিটা কথা খুব মনোযোগ সহকারে বুঝে পালন করা জরুরি। এরপরও কিছু দম্পতির একটু দেরি হয়, কারো আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় বা কেউ কেউ যথেষ্ঠ চিকিৎসার পরেও সন্তান ধারণে সক্ষম হন না।

আমি মাঝে মাঝে ভাবি যে, সন্তান কি আমাদের এ জগতের বা পর জগতের জন্য কোন আবশ্যক উপাদান? আসলে মোটেও না। প্রতিটা নফ্স বা আত্মা সতন্ত্র। সন্তান একটা আকর্ষণীয় খেলনা বৈ কিছু নয়। অনেক সময় একটা সুন্দর কিছু পাওয়ার জন্য আমাদের মন হাহাকার করে। না পেলে জীবন বৃথা মনে হয়‌। আসলে জীবন কিছুর জন্য ই থেমে যায় না। আমরা নিজের মনের মাঝে তীব্র আকাঙ্ক্ষার কারনে জটিল পরিস্থিতি তৈরি করি। তাই নরমাল জীবন ব্যহত হয়।

আসলে সন্তানের আকাংখা চিরায়ত, কিন্তু এটার জন্য জীবন বৃথা ভাবা বোকামি। দিন শেষে মানুষ একাই । জীবন শেষে পরকালে জান্নাত পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য।যদি বংশ রক্ষা এত গুরুত্বপূর্ণ হতো তবে আল্লাহর প্রিয় নবী রাসুলগনের বংশের এখনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। নবীজীর স্ত্রী হজরত আয়েশা (রা:) নিসন্তান থাকতেন না। সন্তান যদি এতই গুরুত্বপূর্ণ হতো তবে সন্তান না থাকা মানুষের আর বেঁচে থাকার প্রয়োজন ছিল না। কিন্তু বাস্তবে সবাইকে আল্লাহ পরীক্ষা করছেন,কাউকে সন্তান দিয়ে কাউকে না দিয়ে। আসলে এ পরীক্ষায় পাশ করাটাই আসল উদ্দেশ্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টির কথা ভাবলে সন্তানের মত তুচ্ছ বিষয়ের জন্য জীবনকে মূল্যহীন মনে হবেনা ইনশাআল্লাহ।

আমরা যদি একটু গভীর ভাবে ভেবে দেখি তবে সকল অবস্থায় আল্লাহ আমাদের আত্মাকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ।

ডা. তাসলিমা বেগম
সহকারী অধ্যাপক এবং ইউনিট প্রধান
রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট
চট্টগ্রাম মেডিকেল কলেজ।


আরও দেখুন: