মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা পরামর্শ

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
2022-11-30 16:00:06
মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা পরামর্শ

মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা পরামর্শ লিখেছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

মেডিক্যাল ছাত্র বা ছাত্রীদের রোগীর পাশে মানে ওয়ার্ডে রাত দিন থাকা দরকার।  কারণ প্রতিটি রোগী হল বই। আর প্রত্যেকের আছে নতুন গল্প।

শেখাটা খুব নিজের। কারণ হাতে কলমে কাজ শিখলে কর্মজীবন সুগম হবে। আর শিখতে হবে নিজে।

অর্থ উপার্জন বড় কথা নয়। মানুষের চিকিৎসা খুব দায়িত্বের কাজ, কঠিন কাজ।

সবার জন্য এ কাজ নয়। তাই নিজেকে এ জন্য উপযোগী করতে হয়। আর তা করতে হয় নিজেকেই।

মেডিক্যাল কলেজের হাসপাতাল আর ল্যাব এ দুটো হল প্রাণকেন্দ্র। এ দুটো মান সম্মত হতে হয়। আর চাই শিক্ষক। সুশিক্ষক। এগুলোতে ঘাটতি থাকলে মেনে নেয়া যায়না।

প্রথম বছর থেকে তাদেরকে ইন্টিগ্রেটেড এডুকেশন দিয়ে রোগীর পাশে এনে শেখানো। আর তাদের এভাবে নিজেরা শেখা খুব দরকার। এ হল যুগের দাবি।

বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের ডিগ্রি সাটিফিকেট ভ্যালু এড না করলে, পড়ালেখা নিরর্থক হয়ে যায়।


আরও দেখুন: