ঢাবির সমাবর্তনে চিকিৎসকদের কেন স্বর্ণপদক নেই

ডা. রাজিব দে সরকার
2022-11-22 11:54:56
ঢাবির সমাবর্তনে চিকিৎসকদের কেন স্বর্ণপদক নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল (ইনসেটে : ডা. রাজিব দে সরকার)

এই বারের অর্থাৎ ২০২২ সালের সমাবর্তনে গোল্ড মেডেলের ছড়াছড়ি দেখলাম।

যেমন ধরেনঃ

- ফ্যাকাল্টি অব আর্টস থেকে ৩৮ জন
- ফ্যাকাল্টি অব সোশ্যাল সাইন্স থেকে ৩৪ জন
- ফ্যাকাল্টি অব সাইন্স থেকে ৫ জন
- ফ্যাকাল্টি অব 'ল থেকে ৫ জন্য
- ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে ১৪ জন
- ফ্যাকাল্টি অব বায়োলজিকাল সাইন্স থেকে ১৩ জন
- ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স থেকে ৫ জন
- ফ্যাকাল্টি অব ফার্মেসী থেকে ৫ জন
- ফ্যাকাল্টি অব ফাইন আর্টস থেকে ৫ জন
- ফ্যাকাল্টি অব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ৫ জন
- ফ্যাকাল্টি অব ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে ১ জন

আরো কিছু ফ্যাকাল্টি থেকে ১ থেকে ৫ জন করে গোল্ড মেডেল পেয়েছেন।

পদক প্রাপ্ত সকলকে অভিনন্দন। নিশ্চয়ই তারা দুর্দান্ত একাডেমিক পারফরম্যান্স দিয়েই এই সম্মান অর্জন করে নিয়েছেন।

কিন্তু আমি ভাবছি আমাদের দুটো ফ্যাকাল্টি নিয়ে।

১। ফ্যাকাল্টি অব মেডিসিন
২। ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ

এই দুই ফ্যাকাল্টি থেকে কোন পদক বা সম্মাননা নেই। এর কারন ভেবে পাচ্ছি না।
আমি কোন মেধাকে বা প্রতিষ্ঠানকে বা বিভাগকে ছোট / বড় করছি না।
কিন্তু কেউ কি আমাকে অনুগ্রহ করে জানাতে পারেন?

- কি পরিমাণ নম্বর বা কি ধরণের গবেষণাপত্র প্রয়োজন ছিলো একজন ডাক্তারকে গোল্ড মেডেল দেবার জন্য?

- এই সমাবর্তনে অংশ নেওয়া বাংলাদেশের একজন চিকিৎসক অথবা একজন চিকিৎসা-গবেষক কেন এই মেডেল পেলেন না? অর্থাৎ এই যে এতোজন চিকিৎসক, তাদের কেউ পেশাগত পরীক্ষায় আউটস্ট্যান্ডিং কোন পারফরম্যান্স করেন নি? পুরষ্কৃত হবার মতো একাডেমিক নৈপুণ্য কারোরই নেই?

- মেডিকেল কলেজে কি তাহলে নম্বরের আকাল?

নাকি কোয়ালিটি শিক্ষার অভাব (মানে যে শিক্ষা ফুড অ্যান্ড নিউট্রিশনের শিক্ষার্থীরা পাচ্ছেন বা ফাইন আর্টসের শিক্ষার্থীরা পাচ্ছেন, কিন্তু আমরা পাচ্ছি না)?

- নাকি নেতৃত্ব/অভিভাবকত্বের অভাব?

আর পরিশেষে,
শ্রদ্ধেয় সমাবর্তন_আয়োজকদের জানাতে চাই,

মাইক্রোফোনে বার বার "সম্মানিত গ্রাজুয়েটবৃন্দ" "সম্মানিত গ্রাজুয়েটবৃন্দ" বললেই গ্রাজুয়েটদের সম্মান দেওয়া হয় না।

একটা সুশৃঙ্খল প্রোগ্রাম আর দক্ষ ব্যবস্থাপনা করতে পারলেই আপনারা গ্রাজুয়েটদের বেশি সম্মান দিতে পারতেন। সেটা কতোটা করতে পেরেছেন, সম্মানিত গ্রাজুয়েটদের কাছ থেকেই শুনে নিবেন।


আরও দেখুন: