এরা আবার চিকিৎসক!
ভুয়া ডাক্তারের ভুলে ভরা প্রেসক্রিপশন
অনেকেই হয়তো জানবেন না, এসব পল্লী চিকিৎসক (!?) রোগীদেরকে যে ক্লিনিকে টেস্ট করতে পাঠায় বা নিয়ে যায় তার ৫০% টাকা তারা পায়।
অর্থাৎ রোগী যদি ৫০০০ টাকার টেস্ট করায় ২৫০০ টাকাই পাবেন ইনারা। কী সুন্দর একটা বিনা পুঁজিতে ব্যবসা তাই না? এমন প্রতারণামূলক মিষ্টি স্বরে আর এমন বিরাট আত্মবিশ্বাসের সঙ্গে আপনার সঙ্গে এরা কথা বলবে যেন মনে হবে, তার চেয়ে শুভাকাঙ্ক্ষী তার চেয়ে সহানুভূতিশীল আপনার জীবনে আর কেউ হতে পারে না। কিন্তু তলে তলে আপনার সবচেয়ে বেশি গলা কাটবে এই ব্যক্তিটিই।
দেশের জনগণের স্বাস্থ্যের বিরাট এক ক্ষতি করেছে এবং করে যাচ্ছে এরা। কীভাবে? এরা ২ মাসের বাচ্চার ঠান্ডার জন্য ৪ ধরনের এন্টিবায়োটিক দিবে, ডায়রিয়ার জন্য ৩ ধরনের এন্টিবায়োটিক। কেন?
এন্টিবায়োটিকের দাম অনেক বেশি। তাদের দোকানে লাভে লাভ। বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে মা-বাবা অনেক সেন্সিটিভ থাকে, তাদের কাছে যেহেতু ওষুধওয়ালাই সবচেয়ে বড় চিকিৎসক।
তাই, তারা যেভাবে ওষুধ দিবে ঠিক সেভাবেই কিনবে। এখনই বেশিরভাগ এন্টিবায়োটিক কাজ করে না, অদূর ভবিষ্যতে পরিস্থিতি কী দাঁড়াবে ভাবাও যায় না।
এই যে, একজনের প্রেসক্রিপশন দেখুন। একটা টেস্টের নামও শুদ্ধভাবে লিখতে পারে না কিন্তু এরা আবার চিকিৎসক!
শব্দটা Hool না, Whole
Abdoment না, Abdomen
U. Rin না, Urine
H B H Ag না, HBsAg
Weedal না, Widal test