বিকল্প দুধে শিশুর নিউমোনিয়ার ঝুঁকি বেশি

ডক্টর টিভি রিপোর্ট
2022-11-12 18:03:35
বিকল্প দুধে শিশুর নিউমোনিয়ার ঝুঁকি বেশি

বিকল্প দুধে শিশুর নিউমোনিয়ার ঝুঁকি বেশি

জন্মের পর যেসব শিশুরা মায়ের বুকের দুধ পায়না অর্থাৎ বোতলের দুধ, কৌটার দুধ খায় সেসব বাচ্চাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।


ডক্টর টিভির সাথে আলাপকালে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোঃ আজিজুল হোসেন বলেন, যেসব শিশু মায়ের দুধ পান করেনি, অপুষ্টি, কম ওজনে জন্ম নেওয়া শিশু, অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে বাস করা, বড়রা ধূমপান করে এমন পরিবেশে বাস করা ইত্যাদি কারণেও শিশুর নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়।

 

নিউমোনিয়া হল ফুসফুসের একটি সংক্রামক ব্যাধি। সব বয়সী শিশুর মধ্যে নিউমোনিয়া দেখা গেলেও নবজাতক থেকে পাঁচ বছরের শিশুর ক্ষেত্রে এর ঝুঁকি বেশি। ফুসফুস বা শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে, এমন নানা ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস দ্বারা এটি হতে পারে। রোগটি বায়ুবাহিত বলে হাঁচি–কাশির মাধ্যমে ছড়ায়।

 

 


আরও দেখুন: