দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হওয়া বুঝবেন কিভাবে
ডা. নুসরাত সুলতানা
2022-11-05 12:11:20
ডেঙ্গু রোগী
আমরা এতদিনে জেনে গেছি, দ্বিতীয়বার আক্রান্ত হলে রক্তক্ষরণজনিত ডেঙ্গুজ্বর হওয়ার আশংকা থাকে। ফলে কেউ প্রথমবার না দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তা যত দ্রুত জানা যাবে, চিকিৎসা তত দ্রুত শুরু করা যাবে।
হয়তো আপনি প্রথমবার সাধারণ জ্বর ছিল বলে ডেঙ্গু সনাক্তকরণ টেস্টই করাননি।
তাহলে কিভাবে বুঝবেন, আপনি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন?
জ্বর আসার ৭২ ঘন্টার মধ্যে NS1 for dengue টেস্টটি করাবেন। যদি Positive আসে, তাহলে জ্বরের তৃতীয় বা চতুর্থদিনে Anti Dengue IgM ও IgG টেস্টটি করান। যদি IgG পজিটিভ আসে, তাহলে আপনি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। কারণ প্রথমবার আক্রান্ত হলে এই সময়কালে IgG তো positive হবেই না, IgM ও নাও আসতে পারে।