মানসিক রোগ : ডেলিভারেট সেল্ফ হার্ম
ডেলিভারেট সেল্ফ হার্ম : ডা. সাঈদ এনাম
নিজেই নিজেকে আঘাত করা/ ডেলিভারেট সেল্ফ হার্ম (Deliberate Self Harm)
মানুষের ব্রেইন আল্লাহতায়লা/ সৃষ্টিকর্তার এক রহস্যময় সৃষ্টি! ডেলিভারেট সেল্ফ হার্ম (DSH) এর রোগী দেখলে বা রোগটি নিয়ে চিন্তা ভাবনা করলে বার বার তাই মনে হবে।
এ লক্ষণটি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার (BPD) পেশেন্টের পাওয়া যায়।
ইন্টারেস্টিং হলো, রোগী তীব্র মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এভাবে নিজেকে আঘাতের পর আঘাত করতে থাকে।
আঘাতে টপ টপ করে রক্ত ঝরতে থাকে। এ সময় তার কোন ব্যাথাই অনুভূত হয়না! আশ্চর্য, এক রহস্যময় বিষয়!!
এ রোগীগুলো যখন দেখি, জিগ্যাসাবাদ করি, চিকিৎসা করি, অবাক হই। মানুষের ব্রেইন কি অদ্ভুত, কি এক রহস্যময় বিষয়!!! সামান্য কলমের খোচা সহ্য হয়না। আর এখানে রোগী ব্লেড বা চাকু দিয়ে কাটছে তো কাটছেই!
আঘাতের পর আঘাত শেষে এক সময় রোগী থেমে যায়। অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে।
যাহোক, ধীরে ধীরে তার যখন মানসিক যন্ত্রণা খানিকটা কমে যায়, তখনই অনুভব করে আঘাতের ফলে শারীরিক যন্ত্রনা।
তীব্র ব্যাথায় ছটফট শুরু হয়।