হার্ট ব্লক!

ডা. কামরুজ্জামান
2022-10-19 13:07:07
হার্ট ব্লক!

হৃদপিন্ড

জেনে রাখা ভালো যে, রক্তের প্লেটলেট কাউন্ট কমে গেলে যেমন রক্তক্ষরনের ঝুঁকি থাকে, বিপরীতভাবে প্লেটলেট বেড়ে গেলে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে ব্রেইনের স্টোক হয়ে প্যারালাইজড এবং হার্ট অ্যাটাক হওয়ারও ঝুঁকি থাকে।

কেইজ স্টাডিঃ

প্রবাসি হিসেবে কয়েক বছর মধ্যপ্রাচ্যে ছিল। হার্টে ব্লক তাই দেশে ফেরত এসেছিল ২০১৮ সালে। এরপর দেশের সীমানা পাড়ি দিয়ে হার্টের অপারেশন (বাইপাস সার্জারী) করে এসেছে।

গত ৪ বছরের সমস্ত রিপোর্ট নিয়ে প্রাইভেট চেম্বারে হাজির। সব সময়ই রক্তের ডব্লিউবিসি ও প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক বেশি (প্লেটলেট কাউন্ট- ১৮ লাখ ২৭ হাজার, স্বাভাবিক থাকার কথা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ)। কারণ জানার জন্য বোন ম্যারোর ব্লাড টেস্ট এবং তদপরবর্তীতে মলিকিউলার স্টাডি করে রোগ নিশ্চিত করা হলো। বিসিআর/এবিএল১ (মেজর) পজিটিভ। এত কিছু হয়ে গেল অথচ আসল রোগটাই এতোদিন তার জানা ছিল না। যদিও এ ধরনের রোগীর মলিকিউলার টার্গেটেড থেরাপি (মুখে খাওয়ার ঔষধ) দিলে রোগী সুস্থ থাকে।

শুরুতেই সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা আরম্ভ করলে হয়ত হার্ট ব্লক হতো না, অপারেশানও করা লাগতো না।
সময়ের এক ফোড়, অসময়ে দশ ফোড়। সচেতন হই।


আরও দেখুন: