আমার সচেতন রোগী!

ডা. কামরুজ্জামান
2022-10-15 11:06:10
আমার সচেতন রোগী!

ডা. কামরুজ্জামান

ক্রনিক মায়েলোয়েড লিউকেমিয়া (সিএমএল) নামক ব্লাড ক্যান্সারের রোগী। রোগ নির্ণয়ে ঠিক যতটুকু টেস্ট করা দরকার ঠিক ততটুকু টেস্ট করে বাংলাদেশেই রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে সর্ব সাকূল্যে হয়ত পনের হাজার থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছে। এ ধরনের ক্যান্সার চিকিৎসায় মুখে খাওয়ার ঔষধ খেয়েই রোগী পুরোপুরি সুস্থ হয়। প্রাথমিক পর্যায়ের এ রোগের জন্য সারা দুনিয়ায় একই চিকিৎসা চলছে।

মনে মানে না- তাই পাশের দেশে গেছেন একটু যাচাই-বাছাই করতে! ওখানের ডাক্তার সাহেব বিস্তর পরীক্ষা নিরীক্ষা শেষে বলেছেন বাংলাদেশের ডাক্তার সাহেব যে ঔষধ দিয়েছেন সেটাই খাবেন এবং উনাকেই দেখাবেন।

জিজ্ঞেস করলাম- কত টাকা খরচ হয়েছে? উত্তরে বললেন- লাখ খানেক।

লাখ টাকা খরচ করে যে আস্থা ও শিক্ষা অর্জন হয়েছে তা তিনি জীবনেও ভুলবেন না-

-- রোগী বললেন।


আরও দেখুন: