চিকিৎসকদের সম্পর্কে যে তথ্য মানুষ জানেন না
ডা. মুহসিন আব্দুল্লাহ
যারা চিকিৎসক নন তারা জেনে অবাক হবেন যে- বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল সহ বড় বড় সরকারি মেডিকেলে প্রফেসর ছাড়া অন্য যেসকল চিকিৎসক কর্মরত আছেন- এদের সিংহভাগ বেসরকারি চিকিৎসক। তাঁরা এমডি/এমএস/এফসিপিএস/পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ট্রেনিং এর নামে জনগনকে সার্ভিস দিচ্ছেন। এঁরা একদিন না থাকলে এসব বড় হাসপাতালের চিকিৎসাব্যবস্থা সেদিনই ধ্বসে পড়বে।
মজার (?) ব্যাপার হলোঃ সরকার+ইউনিভার্সিটি মিলে তাদেরকে মাসিক সাকুল্যে ২০০০০ টাকা দেয়া হয়!!! ঈদে-পূজায়-বৈশাখে বাড়ির কাজের লোকেরও বোনাস আছে, এই চিকিৎসকদের কোনো বোনাসও নেই!!
এই দুর্মূল্যের বাজারে একজন চিকিৎসক কী করে ২০০০০ টাকায় সংসার চালাবেন- সেটা একমাত্র তিনি আর তার সৃষ্টিকর্তাই জানেন। সরকার বা কর্তৃপক্ষের তা নিয়ে ভাবার বালাই নেই।
আর জনগন তো জানেই, ডাক্তার মানে টাকা আর টাকা।