করোনায় ক্ষতি হয় কিডনির, কী করবেন
ছবি : সংগৃহীত
কিডনি রোগে আক্রান্তদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা সাধারণ রোগীর তুলনায় কম থাকে। ফলে করোনাকালে স্বাস্থ্যবিধি না মানলে তারা সহজেই আক্রান্ত হতে পারেন। বিশেষ করে যেসব কিডনি রোগী ডায়ালাইসিস করছেন, তাদের জন্য এখন বাড়তি সচেতনতা জরুরি।
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ) ডা. সাইফুল বাহার খান জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশের কিডনি জটিলতা হচ্ছে। এদের মধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশ রোগীর প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হয়। ২৫-৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে প্রস্রাবে রক্ত আসতে পারে। আর ১৫ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যেতে পারে। এর ফলে সাধারণ কিডনি রোগী যাদের ডায়ালাইসিস প্রয়োজন হতো না, তাদেরও ডায়ালাইসিস দরকার হতে পারে।
ফলে কিডনি রোগীদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। এগুলো হলো—
১. যথাযথ স্বাস্থবিধি অনুসরণ করতে হবে।
২. লোক সমাগম এলাকা এড়িয়ে চলতে হবে।
৩. ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে।
৪. কিডনি রোগের জন্য দেওয়া ওষুধগুলো নিয়মিত খেতে হবে।
৫. খুব বেশি প্রয়োজন না হলে স্বশরীরে চিকিৎসকের কাছে না যাওয়ায় ভালো।
৬. টেলিমেডিসিনের সহায়তা নেওয়া যেতে পারে।
৭. কিডনি প্রতিস্থাপন করা হলে ফলোআপ চেকআপে সরাসরি হাসপাতালে না এসে বাসা থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা ও পথ্য নেওয়া ভালো।