১৩ হাজার বার রূপ বদল করেছে করোনা

ডক্টর টিভি রিপোর্ট
2021-04-06 05:54:47
১৩ হাজার বার রূপ বদল করেছে করোনা

ছবি : সংগৃহীত

করোনাভাইরাস প্রায় ১৩ হাজার বার তার রূপ বদল করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ও সংক্রামক রোগ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি বলেছেন, ‘বিভিন্ন দেশে যে স্ট্রেইনগুলো শনাক্ত হচ্ছে, তার বেশিরভাগই গুরুতর নয়।’

ডক্টর টিভির সাথে আলোচনায় এসব কথা বলেন অধ্যাপক রোবেদ আমিন। তিনি বলেন, ‘করোনাভাইরাস একটি আরএনএ ভাইরাস। প্রতিনিয়ত এটি তার রূপ বদল করেছে। প্রথম শনাক্তের পর থেকে এ পর্যন্ত ভাইরাসটি ১২ হাজার ৭০০ বারের বেশি রূপ বদল করেছে। এদের বেশিরভাগ ধরন ততটা গুরুতর না হলেও কয়েকটি খুবই মারাত্মক। বাংলাদেশে শনাক্ত হওয়া ইউকে স্ট্রেইন মারাত্মক শ্রেণীর অন্তর্গত।’

তিনি আরও বলেন, ‘নতুন নতুন চেহারা নিয়ে আসায় শরীর তাদের চিনতে পারছে না। ফলে শরীরের নিজস্ব যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, তারা সঠিকভাবে কাজ করতে পারছে না। কিছু ক্ষেত্রে চিনতে পারলেও তারা এত দ্রুত নিজেকে পরিবর্তন করছে যে, প্রতিরোধ করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না।’

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘আমাদের দেশে শনাক্ত হওয়া ইউকে ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী। এটি আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে চিহ্নিত করে দ্রুত নিজেকে তার চেয়ে শক্তিশালী করে তুলছে। এজন্য আক্রান্ত হলেই মানুষ দ্রুত কাহিল হয়ে পড়ছে। এটি সব অঙ্গ-প্রতঙ্গে আক্রমণ করতে সক্ষম। ফলে রোগী শনাক্তের সাথে মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।’

করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ লেখাসমূহ

 করোনার ‘বাংলাদেশি ধরনের’ ইঙ্গিত

টিকা নেওয়ার পর আক্রান্তদের করোনার তীব্রতা কম

সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলল ভারত

দ্বিতীয় ঢেউয়ে নতুন ৩ উপসর্গ, কী করবেন

টিকা নেওয়ার আগে-পরে কী খাবেন

বেসরকারিভাবে টিকা আমদানির সুপারিশ জাতীয় কমিটির


আরও দেখুন: