সব বন্ধের মধ্যেও চলবে বইমেলা

2021-04-04 04:46:19
সব বন্ধের মধ্যেও চলবে বইমেলা

ছবি: সংগৃহীত

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১১টা পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এতে করে জরুরি কিছু খাত ছাড়া প্রায় সবকিছু বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অমর একুশে গ্রন্থমেলা কর্তৃপক্ষ যেন সরকারের উল্টো চলছে।

রবিবার (৪ এপ্রিল) তারা ঘোষণা করেছে, লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা চলবে।

সচিবালয়ের সিনিয়ির সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলার কার্যক্রম চলবে।

বিধানবলী ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। লকডাউন ঘোষণা প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

করোনা সংক্রমণের কারণে এবার বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে মার্চের মাঝামাঝি শুরু হয়।


আরও দেখুন: