চক্ষু বিজ্ঞান নিয়ে পূর্ণাঙ্গ বই লিখলেন বাংলাদেশের লেখক
মেডিকেল শিক্ষার্থী ও সাধারণ চক্ষু চিকিৎসকদের জন্য পূর্ণাঙ্গ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ও অফথালমোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ।
এটির নাম দেয়া হয়েছে ম্যানুয়াল অ্যান্ড এটলাস অব বি-স্ক্যান আল্টাসনোগ্রাম। বইটি লিখেছেন ডা. মো. মেজবাহুল আলম আর এটির প্রকাশক ডা. সিদ্দিকুর রহমান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের চোখে চিকিৎসকরা শিক্ষাজীবনে যে সমস্ত একাডেমিক বই পড়ছেন তার সিংহভাগই দেশের বাইরের লেখকের। দেশের চিকিৎসকরা নানা সময় চক্ষু বিজ্ঞানের উপর বই লিখার আগ্রহ থাকলেও সম্ভব হয়নি অনেকের। অবশেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ বই লিখে আলোড়ন তৈরি করেছেন ডা. মো. মেজবাহুল আলম।
বইটির লেখক ডা. মো. মেজবাহুল আলম বলেন, মেডিকেলের শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় এই বই লিখা হয়েছে। যেন শিক্ষার্থীরা ভালো ভাবে অনুধাবন করতে পারে। ভবিষ্যতে এ ধরণের বই আরো লিখার কাজ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রকাশক ডা. সিদ্দিকুর রহমান বলেন, ডা. মো. মেজবাহুল আলমের লেখা এই বইটি বাংলাদেশের ইতিহাসে চিকিৎসা বিজ্ঞানে প্রকাশনার একটি মাইলফলক। তিনি বলেন এ ধরনের বই লেখার লেখক থাকলেও বই আকারে প্রকাশ করা খুবই দুরূহ কাজ।
ডা কে জান্নাত ও ডা হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ভিট্রিও-রেটিনা সোসাইটির সভাপতি ডা. নিয়াজ আব্দুর রহমান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, ভিট্রিও-রেটিনা বিশেষজ্ঞ ডা মনিরুজ্জামানসহ উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য প্রায় ১০০ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ।
আরও দেখুন:
- ক্রিকেট
- প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
- মেডিকেল-কলেজ
- স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ-মালেক-স্বপন
- স্বাস্থ্যসেবা
- অফথালমোলজি-সোসাইটি-অব-বাংলাদেশ
- মিডিকেল-শিক্ষার্থী
- অধ্যাপক-ডা.-শরফুদ্দিন-আহমেদ
- ম্যানুয়াল-অ্যান্ড-এটলাস-অব-বি-স্ক্যান-আল্টাসনোগ্রাম
- ডা.-মো.-মেজবাহুল-আলম
- প্রকাশক