Copyright Doctor TV - All right reserved
ধুতরাপাতা ও ফলের উপাদানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান হলো 'স্কোপোলামিন'। এই 'স্কোপোলামিন'কে নিশ্বাসের সাথে নিলে বা ত্বকের মাধ্যমে শোষিত হয়ে রক্তে মিশে দ্রুত ব্রেইনে পৌছে সাময়িক সময়ের জন্যে মানুষের ব্রেইন অকেজো হয়ে যায়। এতে মানুষ বোকার মতো হয়ে যায় (Stuporous Condition) , বিবেক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেন ( Loss of Cognitive power)।
স্কোপোলামিন জাতীয় ড্রাগকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ড্রাগ বলা হয় যার মাধ্যমে চোর ডাকাত, ছিনতাইকারী অল্প সময়ের জন্যে আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিবে এবং সে সময় সে যা বলবে আপনি রোবটের মতো তাই পালন করতে থাকবেন। একে শয়তানের নিঃশ্বাস ও বলা হয়। সাধারণত পাউডার হিসেবে এটি আপনার হাতে লাগাবে বা নাকে শুঁকতে দিবে এবং এর পর থেকে আপনি আপনার বিচার বুদ্ধি বিবেচনা সব ক্ষনিকের জন্যে হারিয়ে ফেলবেন।