Copyright Doctor TV - All right reserved
বর্তমান বিশ্বে ৫ম সর্বোচ্চ সংখ্যক মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হন সেটি হচ্ছে লিভার ক্যান্সার। ক্যান্সারসমূহের মধ্যে এটা ৩য় সর্বোচ্চ ক্যান্সার মৃত্যুর কারণ। যকৃতে ইনফেকশন হওয়ার পর থেকে যকৃতের ক্যান্সারে পরিণত হতে প্রায় কয়েক দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে। পুরুষ ও নারীর মধ্যে আক্রান্ত হবার অনুপাত ৫:১ দেখা যায়। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে যকৃতের ক্যান্সারের প্রকোপ বেশি দেখা যায়। সাধারণত দেখা যায় যারা আক্রান্ত হন তাদের গড় বয়স ৫৩ বছর।