Copyright Doctor TV - All right reserved
শূকরের কিডনির জিনগত পরিবর্তন করে তা মানুষের শরীরে সফলভাবে বসালেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। সূত্র: রয়টার্স, এএফপি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬২ বছর বয়সী রিচার্ড স্লেম্যানের দেহে শূকরের কিডনি বসানো হয়েছে। আর দিন কয়েকের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হবে। ওই ব্যক্তির কিডনির অসুখ একেবারে শেষ পর্যায়ে ছিল।