Copyright Doctor TV - All right reserved
জন্মগত কিছু কিছু রোগের লক্ষণ পেতে পারি। আর শিশুরা যেহেতু কথা বলতে পারে না, সেক্ষেত্রে তারা কান্নাকাটি করে, প্রস্রাবের ধারা সংকীর্ণ হয়ে যায়, প্রস্রাব আটকে যায় এবং বিশেষকরে ছেলে শিশুদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তায় পর্দার কারণে প্রস্রাবের বাধা সৃষ্টি হয় এছাড়া, প্রস্রাব ঘোলাটে হয়, প্রস্রাব থলি ফুলে ওঠে , প্রসাবের সাথে রক্ত যায়। এতে বাচ্চা কান্নাকাটি শুরু করে।