গাইনী বিষয়ে অবৈতনিক চিকিৎসকদের প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ
মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (এমএফএসটিসি) এবং ১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল
মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (এমএফএসটিসি) এবং ১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালে জুলাই/২০২৩ সেশন থেকে জুন/২০২৪ সেশনে এক বছর মেয়াদী অবস/গাইনী বিভাগে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী চিকিৎসকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
২০ জুন এমএফএসটিসির পরিচালক ডা. মো: মুনীরুজ্জামান সিদ্দীকী স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দরখাস্ত গ্রহণ শুরু হয়েছে ২২ জুন (বৃহস্পতিবার)। চলবে ১ জুলাই পর্যন্ত। আগ্রহী চিকিৎসকদের অফিস চলাকালীন (সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত) দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপিসহ পরিচালক বরাবর জমা দিতে বলা হয়েছে।
আবেদনকারী চিকিৎসকদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুলাই বেলা ৩টায় প্রতিষ্ঠানটির হাসপাতাল ভবনের ৪০১ নম্বর সভাকক্ষে।
চূড়ান্তভাবে নির্বাচিত চিকিৎসকদের তালিকা একইদিন সন্ধ্যায় প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
যারা জুলাই/ ২০২৩ এ এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষায় অংশ নেবেন তারাও আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এমএফএসটিসির অবস এন্ড গাইনী বিভাগ ২ বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে অনুমোদনপ্রাপ্ত।