
ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ৭২ ঘণ্টার সময়সীমা রেখে কর্মসূচি শিথিল করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মন্ত্রণালয়ের প্রতি সম্মান জানিয়ে তারা জানিয়েছে, দাবি বাস্তবায়নের অগ্রগতি দেখতে তিন দিন অপেক্ষা করবে।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা মঈন উদ্দিন মঞ্জু শুক্রবার রাতে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছে এবং কর্মসূচি স্থগিত করে কাজে ফেরার অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, তিন দিনের মধ্যে দাবির বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি না হলে আগামী বুধবার ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৩০ নভেম্বর দুই ঘণ্টা এবং ৩–৪ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তাদের কর্মসূচি নিয়ে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে।
শুক্রবার দুপুরে উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা কর্মসূচির কারণে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। দাবি আদায়ের নামে রোগীদের জিম্মি করা স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ইতোমধ্যে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে কাজ করছে। তাই রোগীদের সেবা বঞ্চিত করে কর্মবিরতি অব্যাহত না রেখে দ্রুত কাজে ফেরার আহ্বান জানানো হয়।
সতর্ক করা হয়, অত্যাবশ্যকীয় সেবা ব্যাহত হলে জনস্বার্থ রক্ষায় আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর পর বিকেল সাড়ে ৪টায় বসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে।
আরও পড়ুন