Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫


বিএমইউর চিকিৎসা সাফল্য- সুস্থভাবে বাড়ি ফিরেছে ৭৬৫ গ্রাম ওজনের নবজাতক

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এনআইসিইউতে প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নেওয়া এক নবজাতক সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। মাত্র ২৫ সপ্তাহে জন্ম নেওয়া ওজন মাত্র ৭৬৫ গ্রাম এই শিশুটি বাংলাদেশের বাস্তবতায় ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। সুস্থতার পর্যায়ে পৌঁছানোর পর আজ বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

 

চিকিৎসকদের মতে, জন্মের পর তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল অত্যন্ত কম। তবে এনআইসিইউ টিমের নিবিড় পর্যবেক্ষণ, ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি), তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিয়মিত ফিডিং এবং নার্সদের সমন্বিত যত্নের ফলে শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার শ্বাসকষ্ট কমে আসে, খাওয়ার সক্ষমতা বাড়ে এবং ওজনও বৃদ্ধি পায়।

 

ছাড়পত্রের সময় বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম শিশুটিকে দেখতে যান। তিনি তার সুস্থতা দেখে আনন্দ প্রকাশ করেন এবং পরিবারকে শুভেচ্ছা ও দোয়া জানান। তিনি বলেন, এনআইসিইউ টিমের এ অর্জন দেশের নবজাতক সেবায় এক উল্লেখযোগ্য মাইলফলক। শিশুটির দীর্ঘ, সুন্দর ও সুস্থ জীবনের জন্য তিনি দোয়া করেন।

 

এনআইসিইউ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান বলেন, “এই ঘটনা দেখায় যে দক্ষ চিকিৎসক দল, পরিবারের সহযোগিতা এবং কেএমসির সঠিক প্রয়োগ থাকলে অতি প্রিম্যাচিউর শিশুকেও বাঁচিয়ে রাখা সম্ভব। আমাদের টিমের আন্তরিক পরিচর্যার ফলেই আজ শিশুটি সুস্থভাবে মায়ের কোলে বাড়ি ফিরছে।”

আরও পড়ুন