Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫


বারডেম হাসপাতালে চক্ষু বিভাগের অত্যাধুনিক অপারেশন থিয়েটার উদ্বোধন।

Main Image

ছবিঃ ডক্টরটিভি


বারডেম জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের নবনির্মিত অত্যাধুনিক অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের উপস্থিতিতে কেক ও ফিতা কেটে নতুন এই অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. শামীমা মতিন চৌধুরী।

 

চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফেরদাউস আখতার জলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সাল, জনাব আবদুল মতিন চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটির মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব এবং প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ সাইদ, ইউনিট প্রধান - অধ্যাপক ডা. পূরবী রাণী দেবনাথ ও সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ বেগম সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

অনুষ্ঠানের শুরুতে চক্ষু বিভাগের কাজ ও জনসেবার চিত্র তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদান করেন চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক  ডা. রুহি মান্নান। এ সময় তিনি বারডেম চক্ষু বিভাগের বিভিন্ন দিক তুলে ধরেন। 

 

মানুষের কল্যাণে বারডেমকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন,
“আজকের এই মহৎ উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বারডেম শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়; এটি মানুষের প্রতি ভালোবাসা, মানবসেবা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল প্রতীক। আপনারা যে সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এই দান কার্যক্রম হাতে নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।”
 

তিনি আরও বলেন,“যে লক্ষ্য নিয়ে এই প্রকল্প শুরু করা হয়েছে, আমরা তা বাস্তবে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব। যেন প্রকৃত প্রয়োজনীয় মানুষরা সরাসরি উপকৃত হয় এবং বারডেমের সেবার মান আরও উন্নত হয়। সামাজিক দায়িত্ব পালন শুধু একটি কাজ নয়—এটি একটি মহৎ ইবাদত। আপনাদের এই সহযোগিতা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন উদ্যম যোগ করবে, এবং নিঃসন্দেহে এটি অসংখ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

 

অনুষ্ঠানের শুরুর দিকে স্বাগত বক্তব্যে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সাল বলেন, “আশা করি ভবিষ্যতেও এ ধরনের সদকায়ে জারিয়া কার্যক্রমে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা বারডেমকে রোগীদের সেবায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মানুষের দুয়ারে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বারডেম আরও বেশি আন্তরিকভাবে কাজ করে যাবে।”

 

উদ্বোধক হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. শামীমা মতিন চৌধুরী বলেন, “এখানে এত গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ হচ্ছে, অথচ বহু মানুষ এখনও তা জানেন না। এমন উদ্যোগ সত্যিই আমাদের গর্বিত করে। ডা. ইব্রাহীম সাহেব বহু বছর আগে যে বারডেম প্রতিষ্ঠা করে গেছেন, আপনারা আজ সেটিকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন এবং সুনাম ও নিষ্ঠার সঙ্গে তার আদর্শকে ধরে রেখেছেন এটা দেখে আমি অত্যন্ত গর্ব অনুভব করি।”

 

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটির মহাসচিব মো. সাইফ উদ্দিন বলেন, “বারডেম সবসময়ই সমাজের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরাও চেষ্টা করব যেন এই দান ও সহায়তার প্রতিটি অংশ যথাযথভাবে ব্যবহৃত হয় এবং যে উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হয় মানুষ যেন সত্যিকারের উপকৃত হয়। সাম্প্রতিক সময়ে নানা কারণে বারডেমে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই সেবার মান অটুট রাখা এখন আরও জরুরি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, উন্নত ও মানবিক সেবার মাধ্যমে প্রতিটি রোগী যেন সর্বোচ্চ উপকার পায়।”

 

সবশেষে সভাপতির বক্তব্যে চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফেরদাউস আখতার জলি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“বারডেম সবসময়ই মানবসেবার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। আজকের এই আধুনিক অপারেশন থিয়েটার উদ্বোধন সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করল। যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন—বিশেষ করে আমাদের দাতা ও শুভাকাঙ্ক্ষীরা—তাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাদের উদার হাত না থাকলে এ উদ্যোগ বাস্তবে রূপ পেত না।”

 

নতুন এই অপারেশন থিয়েটারটি নির্মিত হয়েছে শহীদ খালেক ও মেজর সালেক বীর উত্তম ট্রাস্টের অর্থায়নে। ট্রাস্টের চেয়ারম্যান জনাব আব্দুল মতিন চৌধুরীর সহযোগিতা এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে কর্তৃপক্ষ জানায়।

 

ডা. মোহাম্মদ ইব্রাহীম এর মহৎ কাজকে আরো েবগবান করার প্রত্যয় ব্যক্ত করে জনাব আব্দুল মতিন চৌধুরী বলেন, “এই দান মানব দেবার উদ্দেশ্যে। ডা ইব্রাহিম সাহেবের কল্যাণেই আজ আমরা এই সেবায় সহযোগীতা করতে পারছি। উনার রেখে যাওয়া আমানত আমরা এগিয়ে নিতে কাজ করছি”

 

চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

নতুন এই অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে বারডেম জেনারেল হাসপাতালের চক্ষু সেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। আধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে রোগীরা আরও দ্রুত, নিরাপদ ও মানসম্মত সেবা পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন