Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৫৭২

Main Image


শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭২ জন রোগী। এ সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যু রেকর্ড হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩৭৭ জনে অপরিবর্তিত রয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৩ জন।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭০ জন রোগী। এতে চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ২২২ জনে।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯৩ হাজার ৭৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৭৭ জন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন এক হাজার ৭০৫ জন।

আরও পড়ুন