Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই হবে এমআরসিপি (PACES) পরীক্ষা

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস (আরসিপি)-এর যৌথ উদ্যোগে এমআরসিপি (প্যাসেস) পরীক্ষা সংক্রান্ত “BMU–RCP Collaboration Meeting for the MRCP (PACES) Examination” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর ২০২৫) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সভাটি চিকিৎসকদের আন্তর্জাতিক পরীক্ষা যেমন এমআরসিপি-তে অংশগ্রহণে সহায়তা করার যৌথ অঙ্গীকারের প্রতিফলন বহন করে, যাতে দেশের চিকিৎসকরা নিজ দেশেই পরীক্ষায় অংশ নিতে পারেন এবং বিদেশে গমনজনিত জটিলতা থেকে মুক্ত থাকেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস (RCP)-এর Medical Director for Assessment, MRCP (UK) ডা. স্টুয়ার্ট হুড (Dr. Stuart Hood)। সভায় সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিন অধ্যাপক ডা. মোঃ শামীম আহমেদ, অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডা. সাখাওয়াত হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন, Bangladesh Federation of Royal College of Physicians-এর প্রফেসর ডা. কাজী তারিকুল ইসলাম এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাতসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

 

সভায় উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এমআরসিপি পরীক্ষার কার্যক্রম, পরীক্ষার মান ও মূল্যায়ন প্রক্রিয়া, এবং বাংলাদেশের চিকিৎসকদের জন্য প্রশিক্ষণ সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল শিক্ষা ও পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা আরও বিকশিত করতে বিএমইউ ও আরসিপি ভবিষ্যতে যৌথভাবে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন