Advertisement
Doctor TV

রবিবার, ২০ জুলাই, ২০২৫


পদন্নোতি পেয়ে সহকারী অধ্যাপক হলেন ২১৮ জন চিকিৎসক

Main Image

ছবিঃ সংগৃহীত


বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২১৮ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও), মেডিকেল অফিসার, মেডিকেল কলেজের প্রভাষক, জুনিয়র কনসালটেন্ট, রেজিস্ট্রার, আবাসিক মেডিকেল অফিসার, ডেপুটি সিভিল সার্জন এবং কিউরেটরসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক।

 

বিষয়ভিত্তিক তালিকায় দেখা যায় এপিডেমিওলজিতে ৩ জন, এনাটমিতে ২৩ জন, সার্জারিতে ৮ জন, গ্যাস্ট্রোএন্টারোলজিতে ৩৬ জন, ফার্মাকোলজিতে ২২ জন, ফিজিওলজিতে ১১ জন, বায়োকেমিস্ট্রিতে ১৫ জন, রেডিওলজি ও ইমেজিংয়ে ২৬ জন, হেমাটোলজিতে ১০ জন, প্যাথলজিতে ১৬ জন, ফরেনসিক মেডিসিনে ৫ জন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে ৩২ জন এবং মাইক্রোবায়োলজিতে ১১ জন চিকিৎসক রয়েছেন।

 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে এই পদোন্নতি দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পূর্ববর্তী পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, তাঁরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতনভুক্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন