Advertisement
Doctor TV

রবিবার, ২০ জুলাই, ২০২৫


২৪ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪ জন

Main Image

ছবিঃ সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন পুরুষের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত রোগটিতে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১৪ জন।

শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়কালে ১০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হচ্ছে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রামে ৪৩ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন।

আরও পড়ুন