বিশ্ব সিএমএল দিবস পালিত

ডক্টর টিভি রিপোর্ট
2022-09-22 19:52:49
বিশ্ব সিএমএল দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটলজি বিভাগের উদ্যোগে বিশ্ব সিএমএল দিবস পালন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটলজি বিভাগের উদ্যোগে বিশ্ব সিএমএল দিবস পালিত হয়েছে। এসময় আলোচকরা সিএমএল (Chronic Myeloid Leukemia) ওষুধের দাম কমানোর আহবান জানান।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন বলেন, সিএমএল রোগে আক্রান্তদের চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করতে হয়। অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। খরচ কমিয়ে পরিবার গুলোকে সহায়তার করার জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন ডা. মো জাহিদ।

মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম বলেন, সিএমএল দীর্ঘমেয়াদী রোগ, তাই, অনেক ক্ষেত্রেই হতাশা, দুশ্চিন্তা দেখা দিতে পারে। নিয়মিত ওষুধ সেবন এবং যথাযথ মনিটরিং করা সম্ভব হলে অধিকাংশ রোগীই প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এছাড়া ওষুধের দাম কমানোর বিষয়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ বলেন, সিএমএল রোগের ক্ষেত্রে রোগীদের দুর্বলতা, শেষ রাতে ঘাম হওয়া, ওজন হ্রাস পাওয়াসহ কিছু সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে রোগ থাকা সত্ত্বেও রোগের কোনো প্রকার লক্ষণ প্রকাশ পায় না। নিয়মিত ওষুধ সেবন এবং যথাযথ মনিটরিং করা সম্ভব হলে অধিকাংশ সিএমএল রোগীই প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।


আরও দেখুন: