‘বেসিকস অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
বৃস্পতিবার (২৪ অক্টোবর) বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে ডা. মো. ওয়াহিদুজ্জামান মজুমদার লিখিত ‘বেসিকস অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান মজুমদার লিখিত ‘বেসিকস অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবেদ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু রোগ বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।