দাবি মানার আশ্বাসে নার্সদের আন্দোলন কর্মসূচি স্থগিত

ডক্টর টিভি রিপোর্ট
2024-10-10 15:09:00
দাবি মানার আশ্বাসে নার্সদের আন্দোলন কর্মসূচি স্থগিত

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডার প্রত্যাহার করে অধিদপ্তরে মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আন্দোলন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডার প্রত্যাহার করে অধিদপ্তরে মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো.  শরীফুল ইসলাম ও সদস্য সচিব ড. মুহম্মদ নুরুল আনোয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। 

 

বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে, রোগীর সেবা ও হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন পূজা বিবেচনায় কেন্দ্রীয় ও বিভাগীয় প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সকল সকল কর্মসূচি স্থগিত করা হলো। 

 


আরও দেখুন: