এক দফা দাবিতে কর্মবিরতিতে সারাদেশের নার্স ও মিডওয়াইফরা
এক দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন নার্স ও মিডওয়াইফরা
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন নার্স ও মিডওয়াইফরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, তারা আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি করছেন। একই দাবিতে আগামীকাল বুধবারও (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন নার্স ও মিডওয়াইফরা।
তবে কর্মবিরতির সময় জরুরি রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফদের জরুরি স্কোয়াডে নিয়োজিত রাখা হচ্ছে। মানবিক কারণে হাসপাতালের ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও পিআইসিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত রেখেছেন নার্স ও মিডওয়াইফরা। এ ছাড়া জরুরি বিভাগও কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।