কেয়ার বিয়্ন্ড বর্ডার্স এর উদ্যোগে ফেনীতে হেলথক্যাম্প অনুষ্ঠিত

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-02 22:05:00
কেয়ার বিয়্ন্ড বর্ডার্স এর উদ্যোগে ফেনীতে হেলথক্যাম্প অনুষ্ঠিত

কেয়ার বিয়্ন্ড বর্ডার্স (সিবিবি) এর পৃষ্ঠপোষকতায় বন্যা কবলিত ফেনীর পরশুরাম উপজেলার সুবার বাজার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় হেলথক্যাম্প অনুষ্ঠিত

কেয়ার বিয়্ন্ড বর্ডার্স (সিবিবি) এর পৃষ্ঠপোষকতায় বন্যা কবলিত ফেনী জেলার পরশুরাম উপজেলার সুবার বাজার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  
রোববার (১ সেপ্টেম্বর) তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় পাঁচশজন রোগীকে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সরবরাহ করা হয়।
 

সুদূর কক্সবাজার থেকে ঔষধসহ বন্যাদুর্গত ফেনীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেয়ার টিমকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। 


আরও দেখুন: