বিসিএসে নিয়োগ পাচ্ছেন রাজনৈতিক কারণে বাদ পড়া ৯৮ চিকিৎসকসহ ২৪৯ জন মেধাবী
জনপ্রশাসন মন্ত্রণালয়
অবশেষে বিসিএসে নিয়োগ পাচ্ছেন রাজনৈতিক কারণে বাদ পড়া ৯৮ চিকিৎসকসহ ২৪৯ জন মেধাবী সন্তান। বুধবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালেয়র সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিগত ২৮তম থেকে ৪২তম বিসিএসে মেধার মানদণ্ডে উত্তীর্ণ হলেও ভেরিফিকেশনে রাজনৈতিক কারণে তাদের নিয়োগবঞ্চিত করা হয়। নতুন করে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ২৪৯ জনের মধ্যে ৯৮ জন চিকিৎসক রয়েছেন।
বাংলাদেশ কর্মকমিশনের সুপারিশক্রমে ২৪৯ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পূর্বাহ্নে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।
চিকিৎসকদের মধ্যে নতুন করে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ২৮ তম বিসিএস এর ৩ জন, ৩০তম বিসিএস এর ১ জন, ৩১তম বিসিএস এর ২ জন, ৩২তম বিসিএস এর ২ জন, ৩৩তম বিসিএস এর ১৬ জন, ৩৪তম বিসিএস এর ৪ জন, ৩৫তম বিসিএস এর ৪ জন, ৩৬তম বিসিএস এর ৪ জন, ৩৭তম বিসিএস এর ১১ জন, ৩৮তম বিসিএস এর ২ জন, ৩৯তম বিসিএস এর ৩৮ জন এবং ৪২তম বিসিএস এর ১৫ জন।