আন্তর্জাতিক মৃগীরোগ দিবস আজ

ডক্টর টিভি রিপোর্ট
2024-02-12 12:28:33
আন্তর্জাতিক মৃগীরোগ দিবস আজ

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার আন্তর্জাতিক মৃগীরোগ দিবস হিসেবে পালন করা হয়

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মৃগীরোগ দিবস। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার মৃগীরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। দিবসটির এবারের প্রতিপাদ্য- এপিলেপসির (মৃগীরোগ) সঙ্গে চলা ও আমার অর্জনসমূহ।

বাংলাদেশে প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষ মৃগীরোগে আক্রান্ত। সঠিক চিকিৎসা ও নিয়মিত ওষুধ সেবন না করায় এ রোগে দীর্ঘমেয়াদি অক্ষমতার হার বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চিকিৎসা নিলে ৯০ শতাংশ ক্ষেত্রে মৃগীরোগে খিঁচুনি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে রোগমুক্তি সম্ভব নয়। ১০ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কারণ দেশে এ রোগে সার্জারির ব্যবস্থা সীমিত।

মৃগীরোগের লক্ষণঃ হঠাৎ অস্বাভাবিক কাঁপুনি বা খিঁচুনি হওয়া, চোখ-মুখ উল্টে হাত-পা ছোড়া, অচেতন হওয়া, মুখ দিয়ে ফেনা বা লালা বের হওয়া কিংবা শিশুদের ক্ষেত্রে চোখের পাতা স্থির হয়ে যাওয়া, একদৃষ্টিতে একদিকে চেয়ে থাকা অথবা মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি অস্বাভাবিক আচরণ শুরু করলে তাকে মৃগীরোগী হিসেবে চিহ্নিত করা যায়।


আরও দেখুন: