রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে। বিড়ত ২০২৩ সালের পরিসংখ্যান তুলে ধরে এমনটা দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ বছরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাগ্রহীতার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৩ সালে আন্তঃবিভাগ, বহিঃবিভাগ ও জরুরী বিভাগ মিলিয়ে মোট সেবাগ্রহীতা ছিলেন ১২৯৬৪৪ জন। এর আগে ২০২২ সালে মোট সেবা পেয়েছেন ১০৭৫৬০ জন। আর ২০২১ সালে মোট সেবা নেন ৯৬৪৬১ জন।
২০২৩ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নরমাল ডেলিভারি হয় ১৩৩১টি। এরআগে ২০২২ সালে ১০৩২টি এবং ২০২১ সালে ৬৩৮টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়।
২০২৩ সালে সিজারিয়ান ডেলিভারি হয়েছে ২৫টি। এরআগে ২০২২ সালে ১০টি এবং ২০২১ সালে ১৩টি সিজার হয়। উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর ২০২১ সালে প্রথম অপারেশন হয়।
২০২৩ সালে অন্যান্য সেবার মধ্যে ২৭টি প্যাথলজিক্যাল টেষ্ট সাথে কিছু বিশেষায়িত টেষ্ট যেমন HBA1C, S.TSH, ST4, S T3, Troponin I, S.IgE. রক্ত সঞ্চালন (Blood Transfusion) স্ক্রিনিং করা হয়। গর্ভবতী মায়েদের আলট্রাসাউন্ড সেবা দেয়া হয়েছে। বিপুল সংখ্যক রোগী এক্সরে সেবা পেয়েছেন। প্রয়োজনীয় ডেন্টাল সেবা (এক্সরে সহ) এবং যক্ষ্মা রোগের চিকিৎসায় সর্বাধুনিক জিন এক্সপার্ট সেবা দেয়া হয়েছে।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার সনাক্তকরণে জন্য ভায়া পরীক্ষা সেবা বর্তমানে চালু আছে। হাসপাতালের ল্যাব এটেনডেন্ট, এক্স-রে টেকনিশায়, ডেন্টাল টেকনিশিয়ান না থাকা সত্বেও উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে আউটসোর্সিং পদ্ধতিতে এই সেবাগুলো চালু করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার।