চিকিৎসকদের আন্দোলন কর্মসূচি নিয়ে ওজিএসবির বক্তব্য

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-15 21:20:01
চিকিৎসকদের আন্দোলন কর্মসূচি নিয়ে ওজিএসবির বক্তব্য

অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় আটককৃত চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার মুক্তি এবং ডা. বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলিকে অন্যায়ভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে  বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) ঘোষিত কর্মসূচি সফল করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।


শনিবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. সালমা রউফ এ আহ্বান জানান। 

বিজ্ঞপ্তিতে ওজিএসবির নেতারা বলেন, শনিবার (১৫ জুলাই) দুপুর ১টায় সব সোসাইটির নেতৃবৃন্দ এবং বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি গৃহীত হয়।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার (১৬ জুলাই) প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২-১ টা চিকিৎসকদের মানববন্ধন।


১৭ জুলাই (মঙ্গলবার) এবং ১৮ জুলাই বুধবার টানা দু’দিন সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।


১৮ জুলাই আবারও বিএমএর সাথে বসে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত নেবে ওজিএসবি-সহ চিকিৎসক সংগঠনগুলো। 


ঘোষিত সকল কর্মসূচিতে ওজিএসবিসহ অন্যান্য সোসাইটির সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন ওজিএসবির নেতারা।


আরও দেখুন: