অধ্যাপক হলেন জাতীয় হৃদরোগে ইনস্টিটিউটের ২ চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-12 18:20:46
অধ্যাপক হলেন জাতীয় হৃদরোগে ইনস্টিটিউটের ২ চিকিৎসক

১২ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন জাতীয় হৃদরোগে ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত ডা. কাজী আবুল আজাদ ও ডা. আবুল হাসান মুহম্মদ বাশার। সোমবার (১২ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এ দুই কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী ৫৬,৫০০-৭৪.৪০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডা. আবুল আজাদকে কার্ডিয়াক সার্জারি এবং ডা. আবুল হাসান বাশারকে ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।

পদায়নকৃত কর্মকর্তারা পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। পদায়নকৃত কর্মকর্তারা যোগদানপত্র প্রাপ্তির পর স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান তা গ্রহন করে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে আবশ্যিকভাবে প্রেরণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন


আরও দেখুন: