লিভার ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্তে মিটফোর্ড
লিভার ক্যান্সার চিকিৎসায় প্রচলিত কেমোথেরাপি চিকিৎসাকে ছাপিয়ে ইমিউনোথেরাপি (Immunotherapy) যুগে প্রবেশ করলো পুরনো ঢাকার ঐতিহ্যবাহী মিটফোর্ড হাসপাতালের হেপাটোলজী বিভাগ
লিভার ক্যান্সার চিকিৎসায় প্রচলিত কেমোথেরাপি চিকিৎসাকে ছাপিয়ে ইমিউনোথেরাপি (Immunotherapy) যুগে প্রবেশ করলো পুরনো ঢাকার ঐতিহ্যবাহী মিটফোর্ড হাসপাতালের হেপাটোলজী বিভাগ। আজ সোমবার (১০ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের হেপাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শওকত হোসেন রোমেল। এর মাধ্যমে দেশের ইতিহাসে সর্বপ্রথম সরকারি পর্যায়ে মেডিকেল কলেজ হাসপাতালে একজন লিভার ক্যান্সার রোগীর শরীরে এই বিশেষ চিকিৎসা প্রদান করা হল বলে তিনি উল্লেখ করেছেন।
নিচে ডাঃ শওকত হোসেন রোমেলের স্ট্যাটাসটি ডক্টর টিভি অনলাইনের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :
পুরানো ঢাকার ঐতিহ্যবাহী মিটফোর্ড হাসপাতালের হেপাটোলজী বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ১৬৫ বছরের ইতিহাসে আজ এক যুগান্তকারী ইতিহাস রচিত হল।
আজ মিটফোর্ড হাসপাতালে লিভার ক্যান্সার চিকিৎসায় উন্মোচিত হল এক নতুন দিগন্ত। লিভার ক্যান্সার চিকিৎসায় মিটফোর্ড হাসপাতালের হেপাটোলজী বিভাগ প্রচলিত কেমোথেরাপি চিকিৎসাকে ছাপিয়ে প্রবেশ করল Immunotherapy যুগে।
আজ দেশের ইতিহাসে সর্বপ্রথম সরকারি পর্যায়ে মেডিকেল কলেজ হাসপাতালে একজন লিভার ক্যান্সার রোগীর শরীরে এই বিশেষ চিকিৎসা প্রদান করা হল।
Immunotherapy চিকিৎসার অংশ হিসাবে রোগীকে Inj. Nivolumab প্রয়োগ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের লিভার ক্যান্সার চিকিৎসায় এক নতুন মাইলফলক রচিত হল। লিভার ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। মূলত,
Nivolumab is a targeted therapy which is a human programmed death receptor-1 (PD-1) blocking antibody.
বর্তমানে বিশ্বব্যপী লিভার ক্যান্সারের প্রচলিত চিকিৎসার বাহিরে Immunotherapy সর্বাধুনিক তো বটেই, সর্বাধিক আশাব্যঞ্জক চিকিৎসা পদ্ধতি।
So, we have made it. Finally the SSMC Hepatology department has entered into the Immunotherapy era
ডাঃ শওকত হোসেন রোমেল
সহকারী অধ্যাপক (হেপাটোলজী)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।