চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদের
খূলনা বিএমএ কার্যালয়
খুলনায় চলমান চিকিৎসক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পরিদর্শক দল। আজ শুক্রবার (৩ মার্চ) বেলা ৩টায় খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সাথে মত বিনিময়কালে তারা পুরো ঘটনা শুনে চিকিৎসকদের অবস্থানকে ন্যায়সঙ্গত বলে মত দেন। নিজ ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন খুলনা বিএমএ’র সভাপতি ডা. বাহুরুল আলম।
তিনি জানান, স্বাস্থ্য মহাপরিচালকের নির্দেশে যে ৪ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল খুলনায় এসেছিল, তাদের পরিচয় নিম্নরূপ :-
১) অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য ২)পরিচালক প্রশাসন ৩)পরিচালক হাসপাতাল ও
৪) উপ-পরিচালক
বিকাল ৩টায় খুলনা বিএমএ , বিপিএমপিএ ও ক্লিনিক মালিক সমিতির কার্যকরী পরিষদের সাথে মত বিনিময়ের যৌথসভায় পরিদর্শক দল যোগদান করেন। তারা সকলেই চিকিৎসক ডা. নিশাত আবদুল্লাহ শারীরিকভাবে নিগৃহীত হওয়ার প্রতিবাদে গড়ে ওঠা খুলনা বিএমএ-র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। খুলনা বিএমএ-র নেতৃবৃন্দের দাবীসমূহ তারা ধৈর্য সহকারে শোনেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার অঙ্গীকার করেন। তারা অনুরোধ করেন, যেদিন যে সময় রোগীর অপারেশন না হলে মৃত্যুবরণ করতে পারে, তাদের চিকিৎসা যেন কর্মবিরতির কর্মসূচিতে ব্যাহত না হয়।
মত বিনিময় সভায় বসার আগেই তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জরুরি বিভাগ সরেজমিনে পরিদর্শন করে। তাছাড়াও তারা সন্ত্রাসী কর্তৃক আহত ডা. নিশাত আবদুল্লাহকে দেখতে যান।
খুলনায় এই প্রথম নিগৃহীত কোন চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যক্তিরা দেখতে গেল।
খুলনা বিএমএ শাখার আন্দোলনের সমর্থনে চিকিৎসকদের সকল সোসাইটি ও সংগঠনকে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. বাহারুল আলম। আসামী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিএমএ খুলনা শাখার কর্মবিরতির অব্যাহত থাকবে। তবে জরুরি চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আগামীকাল ০৪-০৩-২০২৩ দুপুর ১২টায় শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল প্রাঙ্গণে সর্বস্তরের চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ এবং সন্ধ্যা ৭টায় চিকিৎসকদের গণ-পদত্যাগের সিদ্ধান্তের জন্য জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উভয় কর্মসূচিতে খুলনার সকল চিকিৎসককে উপস্থিত থাকার আহ্বান জানান খুলনা বিএমএ’র সভাপতি ডা. বাহারুল আলম।