সর্বাধুনিক প্রযুক্তির লিভার ক্যান্সার চিকিৎসা এখন ঢামেক হাসপাতালে

অনলাইন ডেস্ক
2022-12-19 11:54:55
সর্বাধুনিক প্রযুক্তির লিভার ক্যান্সার চিকিৎসা এখন ঢামেক হাসপাতালে

ঢামেক হাসপাতালে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে লিভার ক্যান্সারের চিকিৎসা প্রধানকারী চিকিৎসকেরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে লিভার ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) নিজ ফেসবুক টাইম লাইনে এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ ও একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম. সাঈদুল হক। 

দেশের প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত অস্বচ্ছল এক রোগীকে এই চিকিৎসা সুবিধা দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এরফলে রোগী ভাল থাকবেন বলে প্রত্যাশা এই গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের। নিচে ডা. এম. সাঈদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। 

তিনি লিখেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম বারের মতো লিভার ক্যান্সার চিকিৎসার উন্নত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি TACE (Transarterial Chemoembolization) পদ্ধতির সফল প্রয়োগ করা হলো আমাদের হেপাটালজি বিভাগে ভর্তি হওয়া দেশের প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত অস্বচ্ছল এক রোগীকে... আল হামদুলিল্লাহ... আশা করি তিনি ভালো থাকতে পারবেন।


আরও দেখুন: