বিএসএমএমইউয়ে বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন

অনলাইন ডেস্ক
2022-10-12 12:12:50
বিএসএমএমইউয়ে বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন

বিএসএমএমইউয়ে বিশ্ব আর্থ্রাইটিস দিবসের র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস। এ উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের উদ্যোগে শহীদ মিলন হলে সেমিনারের আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। স্পীকার হিসেবে উপস্থিত আছেন ভারতের প্রখ্যাত রিউমাটোলজিস্ট ডা.  ল. রোহিনী হান্না।

সেমিনারে সভাপতিত্ব করছেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আতিকুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। 

এরআগে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্লক ঘুরে ফের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। 


আরও দেখুন: