অবহেলিত হরিজনদের সঙ্গে চিকিৎসকের অন্যরকম ভালোবাসা দিবস

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-15 20:20:23
অবহেলিত হরিজনদের সঙ্গে চিকিৎসকের অন্যরকম ভালোবাসা দিবস

আমান উল্লাহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতল থেকে এমবিবিএস পাস করার পর গৌরীপুরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করায় হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজে কিছুটা অবহেলিত। পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ কাজ করার পরেও তাদের অবজ্ঞার চোখে দেখা হয়। বিশ্ব ভালোবাসা দিবসে এমন দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার বার্তা দিয়েছেন চিকিৎসক আমান উল্লাহ।

দরিদ্র হরিজন সম্প্রদায়ের মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, কম্বল, ফুল ও একবেলা খাবার উপহার দিয়ে ভালোবাসা দিবসের সময়টা তাদের সঙ্গে কাটিয়েছেন তিনি।

ডা. আমান উল্লাহ এদিন সকালে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোহাটা এলাকায় হরিজনপল্লিতে গিয়ে প্রথমে হরিজনদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। পরে হরিজন শিশু ও নারী-পুরুষের মধ্যে কম্বল, ফুল বিতরণ করেন। সবশেষে খাবার উপহার দিয়ে তাদের সঙ্গে খাবার খান তিনি।

ডা. আমান উল্লাহ বলেন, ‘হরিজন সম্প্রদায়ের মানুষ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করায় সমাজে তারা কিছুটা অবহেলিত। অনেকেই তাদের খাটো করে দেখেন। তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই ভালোবাসা দিবসে আমি তাদের খোঁজখবর নিয়েছি।’

চিকিৎসককে কাছে পেয়ে উচ্ছ্বসিত হরিজনপল্লির সর্দার রঙিলা বাশফোড়। তিনি বলেন, ‘ডাক্তারের কাছ থেকে ফুল পেয়ে বাচ্চারা অনেক খুশি।’

আমান উল্লাহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতল থেকে এমবিবিএস পাস করার পর গৌরীপুরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।


আরও দেখুন: