সার্জিক্যাল অপারেশনে ভালো হয় মৃগীরোগ

হাসান মাহমুদ
2021-11-24 20:15:13
সার্জিক্যাল অপারেশনে ভালো হয় মৃগীরোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বল্পমূল্যে এই সেবা পাওয়া যায়

সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে মৃগীরোগ ভালো হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বল্পমূল্যে এই সেবা পাওয়া যায় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ প্রণীত মৃগীরোগ চিকিৎসার জাতীয় গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এই রোগ মোকাবিলায় চিকিৎসকদের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দিতে হবে।

তিনি বলেন, গর্ভবতী মায়েদের স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসতে পারলে শিশুদের এই রোগ অনেকাংশে কমানো সম্ভব হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বিশ্বব্যাপী প্রায় ৫ কোটি মানুষ মৃগীরোগ নিয়ে জীবন যাপন করছে। আক্রান্তদের প্রায় ৮০ ভাগ মানুষই উন্নয়নশীল, নিম্ন ও মধ্যম আয়ের অথবা সুবিধাবঞ্চিত দরিদ্র দেশের।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, সঠিকভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হলে মৃগীরোগে আক্রান্ত ৭০ ভাগ মানুষ প্রতিক্রিয়ামুক্ত স্বাভাবিক জীবন কাটাতে সক্ষম।

তিনি বলেন, বাংলাদেশে প্রতি এক হাজার মানুষের মধ্যে ৮.৪ জন এই রোগের আক্রান্ত। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ রোগীর বয়স ১৫ বছরের নিচে।

এছাড়াও মৃগীরোগে আক্রান্ত প্রায় ৩০-৩৫ শতাংশ রোগী সঠিক চিকিৎসা পায় না। এর মূল কারণ হিসেবে সচেতনতার অভাব, যথোপযুক্ত সুবিধার অনুপস্থিতি, কুসংস্কার ও সমন্বিত কর্ম পরিকল্পনার অভাব বলেও জানান এ বিশষেজ্ঞ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সভাপতি ও নিউরো সায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, আমাদের দেশে এখন মানুষ বিশ্বস করতে চায় না মৃগীরোগ একটি ডাক্তারি রোগ। কিছু রোগী চিকিৎসকের কাছে গেলেও রোগীর স্বজনরা রোগীর অনেক বিষয়ে গোপন রাখেন।

তিনি বলেন, এতে চিকিৎসা বাধাগ্রস্ত হয়। অনেক সময় সঠিক চিকিৎসা না হওয়ায় রোগী খারাপের দিকে যায়। এখনই আমাদেরকে সচেতন হতে হবে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে এই রোগ থেকে মুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, মৃগীরোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো খুবই জরুরি। প্রত্যেক রোগীকে পুনর্বাসন করতে হবে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে আমি জাতীয় অ্যাকশন প্লানে মৃগীরোগকে অন্তর্ভুক্ত করবো। এসব মানুষ এই দেশেরই নাগরিক এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।


আরও দেখুন: