কোর্স আউট প্রথা ও জরিমানা বাতিল করল বিএসএমএমইউ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
এমডি, এমএস অথবা এমফিল কোর্স থেকে কোর্স আউট প্রথা ও জরিমানা বাতিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত জানুয়ারি ২০২৫ এ অনুষ্ঠিতব্য পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর একাডেমিক কাউন্সিলের ৭২ তম সভার সিদ্ধান্ত মোতাবেক কোর্স আউট প্রথা বাতিল হয়েছে। সেইসাথে সিদ্ধান্ত অনুযায়ী, সকল যোগ্য প্রার্থী জানুয়ারি ২০২৫ সেশনে কোর্স পরীক্ষায় জরিমানা ব্যতীত পরীক্ষায় নির্ধারিত ফিস প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ এর সুযোগ পাবেন।
জানুয়ারি ২০২৫ এ অনুষ্ঠিতব্য পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন