ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল সিনোফার্মের ‘এমপক্স টিকা’

অনলাইন ডেস্ক
2024-12-14 15:37:00
ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল সিনোফার্মের ‘এমপক্স টিকা’

ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল সিনোফার্মের ‘এমপক্স টিকা’

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরিকৃত ‘এমপক্স ভ্যাকসিনের’ ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। সিনোফার্ম বলেছে, ট্রায়ালের জন্য পাইপলাইনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সূত্র : চীনা ডেইলি।

 

চীনের সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, পরীক্ষামূলক ভ্যাকসিনটি তৈরির সঙ্গে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট এবং সেইসঙ্গে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অধীনে ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের জাতীয় ইনস্টিটিউট সম্পৃক্ত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।


এমপক্সের কোনো অনুমোদিত ভ্যাকসিন বর্তমানে চীনে নেই। সিনোফার্ম জানিয়েছে, তাদের ভ্যাকসিনটি প্রাক–ক্লিনিক্যাল গবেষণায় নিরাপদ ও কার্যকর করে প্রমাণিত হয়েছে। ভ্যাকসিনটি অমানবিক প্রাইমেটসহ বিভিন্ন প্রাণীর মডেলের এমপক্সের বিরুদ্ধে প্রতিরোধ সুরক্ষাকে উদ্দীপিত করতে পারে বলে প্রমাণ মিলেছে।

 

ভ্যাকসিনটি চীনা বিজ্ঞানীরা স্বাধীনভাবে তৈরি করেছেন বলে দাবি করেছে সিনোফার্ম। বিবৃতিতে সিনোফার্ম বলেছে, চীনে এমপক্স নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ভ্যাকসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


চীনে যেকোনো ভ্যাকসিন বাজারজাত করার আগে অন্তত তিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের ভেতর দিয়ে যেতে হয়। প্রক্রিয়াটি কয়েক বছর থেকে শুরু করে কয়েক দশক পর্যন্ত চলতে পারে।


আরও দেখুন: