নারী-পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াচ্ছে বায়ুদূষণ: গবেষণা

অনলাইন ডেস্ক
2024-12-13 15:33:00
নারী-পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াচ্ছে বায়ুদূষণ: গবেষণা

শুক্রাণু

বায়ু দূষণে থাকা নারী-পুরুষ উভয়েরই বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়তে পারে। এতে মানুষের ডিম্বাণু, শুক্রাণু ও ভ্রূণের বিকাশের জন্য ক্ষতিকারক হয়ে উঠেতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সূত্র: দ্য গার্ডিয়ান, ইন্ডিয়ান এক্সপ্রেস

 

পূর্ববর্তী গবেষণাগুলোতে দেখা গেছে, বায়ুদূষণকারীর সরাসরি সংস্পর্শ বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। তবে বিষাক্ত পদার্থগুলো নারীদের পাশাপাশি পুরুষদের প্রজনন প্রক্রিয়া প্রভাবিত করে কি না তা স্পষ্ট ছিল না। আগে ভাবা হতো, বায়ুদূষণ নারীদের বেশি ক্ষতি করে। কিন্তু নতুন গবেষণা দেখাচ্ছে, বায়ুদূষণ পিতৃত্বের ক্ষেত্রেও একটি বড় সমস্যা।

 

যুক্তরাষ্ট্রের করা নতুন গবেষণায় প্রায় ১৪০০ পুরুষ ও নারীর ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে সন্তান নেওয়ার চেষ্টা করছেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হলো ডিম্বাণু ও শুক্রাণু ল্যাবরেটরির কৃত্রিম পরিবেশে এনে ঘটানো প্রজনন প্রক্রিয়া।

 

এমরি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও এই গবেষণার প্রধান লেখক অড্রে গ্যাস্কিনসের মতে, আমরা সাধারণত পিতৃত্বের ক্ষতির বিষয় নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাদের ও অন্যদের সাম্প্রতিক গবেষণায় দেখতে পাচ্ছি যে, বায়ুদূষণের ফলে পুরুষদের উর্বরতা ও সম্ভাব্য পরে শিশু স্বাস্থ্যের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ে।

 

গবেষণায় অংশগ্রহণকারীদের বাসস্থান ও ইন ভিট্রো ফার্টিলাইজেশন করা ক্লিনিকগুলোর বায়ু মান পর্যালোচনা করে, যা বিভিন্ন দূষণকারীর সংস্পর্শে আসে। দেখা গেছে, ডিম্বাণু ও শুক্রাণুর বিকাশচক্রের সময় জৈব কার্বন ও ক্ষতিকর কণার সংস্পর্শ ওসাইটের (oocyte) বেঁচে থাকা, নিষিক্তকরণ ও ভ্রূণের গুণমানে ক্ষতিকারক প্রভাবগুলোর সাথে সবচেয়ে দৃঢ়ভাবে যুক্ত।

 

গ্যাসকিনস জোর দিয়ে বলেন, পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, ভারতের মতো ভয়াবহ বায়ুদূষণের দেশে ট্রাফিক পুলিশ সদস্যদের স্ত্রীদের সফল গর্ভধারণের হার কম। তিনি আরও বলেন, দাবানলের ধোঁয়া জৈব কার্বনসমৃদ্ধ, তাই আগুন দ্বারা প্রভাবিত এলাকাগুলো বিশেষ উদ্বেগের বিষয়।

 

এদিকে, ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক গবেষণায়ও দেখা গেছে, বায়ুদূষণ দীর্ঘমেয়াদে পুরুষ ও নারীর উর্বরতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

 

গবেষণাপত্রটিতে উল্লেখ করা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ২ দশমিক ৫ মাত্রার কণার সংস্পর্শে আসা বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। এক্ষেত্রে তাদের বয়সের সময়সীমা পাওয়া গেছে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।

গবেষকরা বলেন, ২ দশমিক ৫ মাত্রার বায়ুদূষণে পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকি বেড়ে যায়, যা ৩০-৩৬ দশমিক ৯ এবং ৩৭-৪৫ বছরের দুই বয়সসীমায় প্রায় একই রকম।

 

পুরুষদের উর্বরতায় বায়ুদূষণের প্রভাব

 

ভারতের বেঙ্গালুরুর রিগাল সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডা. সুরী রাজু ভি বলেন, ২ দশমিক ৫ মাত্রার কণাগুলো শরীরে প্রবেশ করে রক্তে মিশে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। এই মাত্রার বায়ুদূষণ ক্ষতিকারক ভারী ধাতু ও ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস থাকে। এটি শুক্রাণু সংখ্যা কমিয়ে দেয় ও এর গতিশীলতা নষ্ট করে।

 

একই সঙ্গে এই উপাদানটি টেস্টোস্টেরনের মতো প্রজনন হরমোনের উৎপাদনকে ব্যাহত করে ও প্রজনন অঙ্গগুলোতে প্রদাহ সৃষ্টি করে বলে জানিয়েছেন ডা. সুরি রাজু ভি।

 

যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা নিজেদের রক্ষার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন, যেমন একটি হেপা ইনডোর ফিল্টারেশন সিস্টেম ব্যবহার করে অথবা উচ্চ মারভ (সর্বনিম্ন দক্ষতা রিপোর্টিং মান) রেটযুক্ত ফার্নেস ফিল্টার ব্যবহার করে, যা কণা পদার্থকে সম্বোধন করে। গ্যাসকিন্স উচ্চ ট্রাফিক এলাকা এড়িয়ে চলা এবং বায়ু দূষণের মাত্রা বিশেষ করে উচ্চতর দিনে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।


আরও দেখুন: