করোনার আরেক ঝড়ের মুখে ইউরোপ

অনলাইন ডেস্ক
2021-12-22 16:18:06
করোনার আরেক ঝড়ের মুখে ইউরোপ

হ্যান্স ক্লুজ বলেন, ইউরোপে ৮৯ শতাংশ ওমিক্রনের সংক্রমণের লক্ষণ করোনার কাশি, জ্বর, গলা ব্যথা ইত্যাদি সাধারণ উপসর্গের মতো

ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় বড় ধরনের ঢেউ আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুজ। খবর বিবিসির।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওমিক্রন এখন যুক্তরাজ্য, ডেনমার্ক ও পতুর্গালে প্রভাব বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনটি আরও অনেক দেশে দাপট দেখাবে।’

ডব্লিউএইচওর এ কর্মকর্তা বলেন, সংক্রমণ বৃদ্ধির কথা ভেবে সরকার এবং কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি ও দ্রুত বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি।

হ্যান্স ক্লুজ বলেন, ইউরোপে ৮৯ শতাংশ ওমিক্রনের সংক্রমণের লক্ষণ করোনার কাশি, জ্বর, গলা ব্যথা ইত্যাদি সাধারণ উপসর্গের মতো।

ওমিক্রনের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে জার্মানি, নেদারল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ নতুন করে বিধিনিষেধ জারি করেছে। আসছে বড়দিন উদযাপনে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। জার্মানি ও পর্তুগাল বড়দিন পরবর্তী বিধিনিষেধ ও সামাজিক দূরত্বে কঠিন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

জার্মানি আগামী ২৮ ডিসেম্বর থেকে নৈশক্লাবসহ লোক জমায়েতে ওপর বিধিনিষেধ দিয়েছে। ওইদিন থেকেই ফুটবল ম্যাচ হবে দর্শক ছাড়া।

পর্তুগাল ২৬ ডিসেমর থেকে পানশালা ও নৈশক্লাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর ৯ জানুয়ারি পর্যন্ত বাসায় অফিস বাধ্যতামূলক করেছে। ফিনল্যান্ডেও পানশালা ও নৈশক্লাব ২৪ ডিসেম্বর থেকে রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে।

নতুন ঢেউ ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে যাবে বলে সতর্ক করেন হ্যান্স ক্লুজ। তিনি বলেন, ‘বিপুলসংখ্যক নতুন করোনা রোগীদের জন্য প্রয়োজন হবে হাসপাতাল ও শয্যা, যা স্বাস্থ্য ব্যবস্থায় বড় দুর্যোগ নিয়ে আসতে পারে।’


আরও দেখুন: